সমরেশ রায়, কলকাতা থেকে: করোনা সংক্রমণ এর হাত থেকে বাঁচতে, বাজার সরিয়ে নিয়ে গেলেন, হাওড়া জেলার বাঁকড়া ASUMAN ATHELATIC CLUB. এর ফুটবল ময়দানে, যাতে এক সাথে মানুষ জমায়েত না হয়, তাই এই সিদ্ধান্ত, শুধু তাই নয়, ক্রেতাদের কাছ থেকে , বিক্রেতারা বেশি দাম নিতে না পারে, তার দিকেও নজর রাকছেন পুলিশ প্রশাসন, এবং পুলিশ আগে থেকেই সবাইকে সাবধান করে দিয়েছেন, আর ক্লাবের সভাপতি জানালেন, বর মাঠ পেয়ে ক্রেতারাও খুশি হয়েছেন।